ড্রাইভিং লাইসেন্স সাধারণত সবুজ রঙের ড্রাইভিং লাইসেন্স কে নন প্রফেশনাল বলা হয় নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স দশ বছরের মেয়াদ হয়,, নন প্রোফেশনাল ড্রাইভিং লাইসেন্স শুধু ব্যক্তি মালিকানা গাড়ি চালাতে পারবে হালকা মোটরযান, ড্রাইভিং লাইসেন্স সাথে ক্যাটাগরি যোগ করা যায় যেমন, light ভেহিকেল, মোটরসাইকেল,,,,যেই ভেহিকেলটি যোগ করা থাকবে তাই চালাতে পারবেন,,,,প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হালকা লাল রঙের হয় , প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স পাঁচ বছরের মেয়াদ থাকে তারপরে রিনিউ করতে হয়, প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স ক্যাটাগরি চেঞ্জ করা যায়, প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স ভাড়া কি তো গাড়ি, চাকরিজীবী ড্রাইভারদের জন্য প্রযোজ্য,, প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স, ভারী, মিডিয়াম, পিএসবি, স্কেটবেরি, ভেকু, মোটরসাইকেল, সিএনজি, আরো অন্যান্য অপশন যোগ করা যায়,,, গাড়ি চালানোর সময় অবশ্যই আমরা ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবো,, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ২৫ হাজার টাকা জরিমান এবং ছয় মাসের জেল ।
Warning: Undefined property: stdClass::$media in /home/admin/domains/icircles.app/public_html/microsites/19/details.php on line 154