গাড়িতে কি কি কাগজপত্র রাখতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হল যখন গাড়ি কিনার পর বি আর টি এর অন্তর্ভুক্ত করার পরে একটি নাম্বার যোগ করা হবে আপ ওই নাম্বারটি একটি গাড়ির জন্যই প্রযোজ্য নাম্বারটি গাড়ির সাথে থাকবে নাম্বারের সার্টিফিকেটটি গাড়িতে থাকবে এটাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে। ফিটনেস সার্টিফিকেট প্রতিবছর বিআরটিএর কর্মকর্তা গাড়িটি চেক করে একটি সার্টিফিকেট দিবে যে গাড়িটি রাস্তা চলার উপযোগী ওটাকেই ফিটনেস সার্টিফিকেট বলে। ট্যাক্স টোকেন,,, প্রতিবছর আমাদের গাড়ি রাস্তায় চলার ক্ষেত্রে এক্স প্রয়োজন হয় তাই প্রতিটি গাড়িকেই তেজ প্রদান করতে হয় ট্যাক্স প্রদান করার ক্ষেত্রে বি আর টি তে যেতে হয় না বি আর টি এর নির্দিষ্ট যে ব্যাংকগুলো আছে সেখান থেকেই ট্যাক্স পেপার সংগ্রহ করা যায়,,, রুট পারমিট ,প্রতিটি গাড়ি রে একটি নির্দিষ্ট রুট থাকে তাই নির্দিষ্ট পারমিট থাকে এ পারমিটটি একটি পেপার্স আছে প্রাইভেট গাড়ির ক্ষেত্রে কোন রুট পারমিট নেই ,,এই পেপারসগুলো গাড়িতে না থাকিলে ট্রাফিক সার্জেন পুলিশ মামলা দিতে পারবেন আয়না নক ব্যবস্থা নিতে পারবে তাই গাড়িতে এইতো পার্টসগুলো থাকা প্রয়োজন
Warning: Undefined property: stdClass::$media in /home/admin/domains/icircles.app/public_html/microsites/19/details.php on line 154